DA মামলা নিয়ে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকারি কর্মীরা, মাথায় হাত রাজ্য সরকারের | West Bengal Govt Employee DA Update
বিশাল বড় দুঃসংবাদ! ডি.এ মামলাকে ঘিরে আবারো এক নতুন আপডেট উঠে এল। দীর্ঘদিন ধরে চলতে থাকা বকেয়া ডি.এ আদায় মামলার মাঝেই রাজ্য সরকারকে আরো বেশি করে চাপের মুখে ফেলতে সরকারের বিরুদ্ধে এক নতুন চাল চাললো রাজ্য সরকারি কর্মীরা। যার জেরে মাথায় হাত পশ্চিমবঙ্গ সরকারের। চলুন জেনে নেওয়া যাক কি নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকারি কর্মীরা।
চলতি বছর অর্থাৎ ২০২৫ এর মার্চ মাসে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি.এ আদায়ের মামলা উঠবে সুপ্রিম কোর্টে। আর এরই মাঝে রাজ্য সরকারি কর্মীদের ডি.এ সম্পর্কিত বিষয়ে আর টি আই দাখিল করলেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের আহ্বায়ক দেব প্রসাদ হালদার। এই আর টি আই দাখিল করার মাধ্যমে তিনি রাজ্য সরকারকে বকেয়া ডি.এ মিটিয়ে দেওয়ার জন্য নেওয়া এক মাস সময়ের কথা মনে করিয়ে দেওয়ার সাথে সাথে সরকারের কাছ থেকে এই ডি.এ মামলাকে ঘিরে কিছু প্রশ্নের জবাব ও চেয়েছেন।
রাজ্য সরকারি কর্মী সংগঠনের আহ্বায়ক দেব প্রসাদ হালদার বকেয়া ডি.এ মামলা সম্পর্কে রাজ্য সরকারের জারি করা বিশেষ কয়েকটি নোটিফিকেশনের বিষয়ে জানতে চেয়েছেন। শুধু তাই নয় তার পাশাপাশি ২০২৪ সালের জুলাই মাসে নয়া দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকার অধীনস্থ কর্মীদের কত পার্সেন্ট ডি.এ অর্থাৎ ডিয়ারনেস অ্যালোয়েন্স দেওয়া হয়েছে, কত পার্সেন্ট এইচ আর এ অর্থাৎ হাউস রেন্ট অ্যালোয়েন্স দেওয়া হয়েছে, কত পার্সেন্ট টি.এ অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স দেওয়া হয়েছে তার হিসাব চেয়েছেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের আহ্বায়ক দেব প্রসাদ হালদার।
এ ছাড়াও বকেয়া ডি.এ আদায়ের মামলাতে সামিল হওয়া মৃন্ময় শ্রীমাণী রাজ্য সরকারি কর্মী সংগঠনের সিনিয়র অ্যাডভোকেট করুনা নন্দীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত পরশু দিন অর্থাৎ ১৪ ই জানুয়ারি নবান্ন অফিসের অর্থ দপ্তর, PWD এর কাছে দুটি বিজ্ঞপ্তির কপি ও দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকার অধীনস্থ কর্মীদের ২০২৪ সালের জুলাই মাস থেকে ডি.এ, এইচ আর এ ও টি.এর পরিমাণ কত খানি বাড়ানো হয়েছে তা জানতে চেয়ে আর টি আই করেছেন।
বর্তমানে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের মাধ্যমে বকেয়া ডি.এ মিটিয়ে দেওয়া নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল তার শুনানি চলছে। গত ৭ ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলা উঠেছে। রাজ্য সরকারি কর্মী সংগঠনের অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেছেন যে, গত ৭ ই জানুয়ারি পর্যাপ্ত সময়ের অভাব থাকার কারণে সুপ্রিম কোর্টে ডি.এ মামলার রায় ঘোষণা করা সম্ভব হয়ে ওঠেনি। কারন সুপ্রিম কোর্টের মতে এই মামলার রায় ঘোষণার জন্য এত অল্প সময় যথেষ্ট নয় আরও বেশ কিছুটা দীর্ঘ সময় প্রয়োজন এই মামলার রায় ঘোষণা করার জন্য।
তবে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে জানা গিয়েছে যে, চলতি বছরের ২৫ শে মার্চ আবারো সুপ্রিম কোর্টে এই বকেয়া ডি.এ মামলা উঠবে। আর এরই মাঝে আরো এক প্রস্তুত ডি.এ বৃদ্ধির আশা করছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। তারা এখন বর্তমানে ষষ্ঠ পে কমিশন অনুযায়ী ১৪% ডি.এর সুবিধা ভোগ করছেন। অন্যদিকে সেই সময় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মীরা বর্তমানে সপ্তম পে কমিশন অনুযায়ী ৫৩% ডি.এর সুবিধা ভোগ করছেন। এর থেকে এটাই স্পষ্ট যে রাজ্য সরকারি কর্মী ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রাপ্য ডি.এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
আরও পড়ুন: CLICK HERE
Join Telegram Channel: CLICK HERE
লক্ষী ভান্ডার এখন অতীত, নতুন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা পাবেন 2500 করে টাকা। আজকে হাজির…
কেন্দ্র সরকারের তরফে মহিলাদের প্রতি মাসের 7000 করে টাকা দেওয়ার পরিকল্পনা শুরু করা হয়েছে নতুন…
চাকরির প্রার্থীদের জন্য পুনরায় একটি চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। সম্প্রতি EPFO এর তরফে…
বঙ্গ চাকরিপ্রার্থীদের জন্য আবারো নতুন করে বিশাল বড় একটি চাকরির আপডেট। চাকরি প্রার্থীদের জন্য পুনরায়…
চাকরির প্রার্থীদের জন্য পুনরায় একটি চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যে…
আপনি কি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য খোঁজ খবর করছেন তাহলে পুনরায় একটি সুখবর নিয়ে…