ফেব্রুয়ারি মাসেই রাজ্য সরকারি কর্মীদের DA এর পরিমাণ বাড়বে, জানালো রাজ্য সরকার

ফেব্রুয়ারি মাসেই রাজ্য সরকারি কর্মীদের DA এর পরিমাণ বাড়বে, জানালো রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশাল বড় সুসংবাদ। অবশেষে দীর্ঘদিন ধরে চলতে থাকা বকেয়া DA আদায়ের মামলার সমাধান ঘটতে চলেছে। সামনের মাসেই অর্থাৎ এই ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের DA এর পরিমাণ বাড়বে। অবসান ঘটবে তাদের এত বছরের দীর্ঘ প্রতিক্ষার।

বকেয়া DA অর্থাৎ মহার্ঘ্য ভাতা আদায় নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারের আন্দোলন এখনো অবধি অব্যাহত রয়েছে। গত সাত সাতটি বছর ধরে এই আন্দোলন চলে আসছে। কিন্তু এতদিনেও তার কোনো সুবিচার মেলেনি। হাইকোর্টের গন্ডি পেরিয়ে বর্তমানে এই DA মামলা সুপ্রিম কোর্টে উঠেছে। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।

সুপ্রিম কোর্টে এই DA মামলা ওঠার পর থেকে একাধিক বার এই মামলার শুনানি বাতিল হয়েছে। এবারেও ফের এই মামলার শুনানি আরও একবার পিছিয়ে দেওয়া হলো। একমাস পর অর্থাৎ আগামী মার্চ মাসে DA মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। বারবার এইভাবে শুনানির তারিখ পিছিয়ে যাওয়ায় রাজ্য সরকারি কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হচ্ছে। তবে এতসব সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে পাওয়া এক ইঙ্গিতে এইরূপ আশা করা যাচ্ছে যে সামনের মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতেই রাজ্য সরকারি কর্মীদের DA এর পরিমাণ কিছুটা হলেও বাড়বে।

আগামী ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশন শুরু হবে। আর সেই বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে পর্যন্ত অর্থাৎ ২০১১ সাল থেকে শুরু করে ২০২১ এর বিধানসভা ভোটে জয়লাভ করা পর্যন্ত রাজ্যের শাসন ক্ষমতায় তৃণমূল সরকারের তৃতীয় বার জয়লাভের শেষ বাজেট পেশ এটি। তাই এবারের বাজেট পেশ করার সময় রাজ্য সরকার তার অধীনস্থ কর্মীদের আরও একবার কিছুটা হলেও DA বৃদ্ধি করবে বলে অনেকেই মনে করছেন।

যেহেতু আগের বারের বাজেট পেশ করার সময় রাজ্য সরকার তার অধীনস্থ কর্মীদের ৪ শতাংশ DA বৃদ্ধি করেছিল তাই এই বারের বাজেট পেশ করার সময়ও এমনটা ঘটতে পারে বলে আশা করছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। তবে শুধু যে রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি করা হবে এমনটা নয় তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন আর্থিক সাহায্য মূলক প্রকল্প গুলি যেমন লক্ষীর ভান্ডার, বেকার ভাতা, বার্ধক্য ভাতা, যুবশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প ইত্যাদির মাসিক ভাতার পরিমাণও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী ১৪ শতাংশ DA পাচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার অধীনস্থ ৪৮ লক্ষ কর্মী ও ৬৮ লক্ষ পেনশন ভোগীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী ৫৩ শতাংশ DA এর সুবিধা ভোগ করছেন। ফলে বর্তমানে রাজ্য সরকারি কর্মী ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য DA এর মধ্যে পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে ৩৯ শতাংশ। আর সেই কারনেই যত দিন যাচ্ছে ততই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মনে অসন্তোষ ক্রমাগত বেড়েই চলেছে। যার জেরে আগামী দিনে এই DA মামলাকে ঘিরে হয়ে চলা বিক্ষোভ আন্দোলন আরও চরম আকার নেবে বলে অনেকেই আশংকা প্রকাশ করেছেন।

আগের বারের বাজেট পেশ করার সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। তাই আগামী ১২ ই ফেব্রুয়ারি ২০২৫ সালের বাজেট পেশ করার সময়ও ওই একই ভাবে মুখ্যমন্ত্রী নিজ মুখে আবারো রাজ্য সরকারি কর্মীদের DA এ বৃদ্ধির কথা ঘোষণা করবেন বলে আশা করছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। তবে শেষ পর্যন্ত কি ঘটে এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *