বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা। রাজ্যের বিদ্যুৎ দপ্তরে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। যেখানে সাধারণ গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকলেই আবেদন করা যাবে। সম্প্রতি এমনই এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। দেশ তথা রাজ্যের একজন স্থায়ী নাগরিক হলেই পুরুষ মহিলা উভয়েই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিম্নে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য যেমন কোন কোন পদে নিয়োগ করা হবে, কোন পদের ক্ষেত্রে কোন ধরনের যোগ্যতা থাকতে হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে কতদিন পর্যন্ত চলবে এইসব বিষয় পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে।
নিয়োগকারী সংস্থা:-
পাওয়ার গ্ৰিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শূন্যপদের নাম:-
পাওয়ার গ্ৰিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে তা হল অফিসার ট্রেনি।
নির্ধারিত বয়সসীমা:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো:-
যারা এখানে চাকরির জন্য আবেদন করবেন তাদের মধ্যে থেকে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে। পরে পার্মানেন্ট হলে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
আবেদন প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে আবেদনকারী চাকরি প্রার্থীদের বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যেমন-
পরিবেশ ব্যাবস্থাপনা-
পরিবেশ ব্যাবস্থাপনা পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বা প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনা বা পরিবেশ প্রকৌশলে পোস্ট গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী পাস করে থাকতে হবে।
সামাজিক ব্যাবস্থাপনা:-
সামাজিক ব্যাবস্থাপনা পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কর্মে পোস্ট গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী পাস করে থাকতে হবে।
মানব সম্পদ:-
মানব সম্পদ পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে মানব সম্পদ/পাঠ্যক্রম ব্যাবস্থাপনা/ শ্রম ও শিল্প সম্পর্কের বিষয়ে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী পাস করে থাকতে হবে।
জনসংযোগ:-
জনসংযোগ পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে গনমাধ্যম/জনসংযোগ/সাংবাদিকতায় পোস্ট গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী পাস করে থাকতে হবে।
আবেদন করার নিয়মাবলী:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে পাওয়ার গ্ৰিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.powergrid.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে যে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে তা দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে সেইসঙ্গে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। সবশেষে সবকিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
আবেদন মূল্য:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদন মূল্য হিসেবে Gen/OBC/EWS প্রার্থীদের ৫০০ টাকা করে জমা দিতে হবে। তবে SC, ST ও PwBD প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না। এই আবেদন মূল্য আবেদনকারীদের নেট ব্যাঙ্কিং/অনলাইন/এ.টি.এম এর মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন শুরু ও শেষের তারিখ:-
এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে গত ৪/১২/২০২৪ থেকে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২৪/১২/২০২৪ পর্যন্ত।
OFFICIAL NOTICE- CLICK HERE
OFFICIAL WEBSITE- CLICK HERE