চাকরি প্রার্থীদের জন্য দারুন একটি সুখবর নিয়ে আমরা হাজির হয়েছি। সম্প্রতি একাধিক দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আর এখন পরিবহন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে 900 টি। আর যাত্রী দের সুবিধার জন্য 200 টি নতুন সিএনজি বাস চালু করা হবে। তাই নতুন বাস পরিষেবা বাড়ানোর জন্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের সকল প্রার্থীর। তাহলে চলুন জেনে নেওয়া যাক আবেদন প্রক্রিয়া সম্পর্কে।
পদের নাম :- 1. বাস চালক পদ।
2. বাস কন্ডাক্টর পদ।
শূন্য পদ :- এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে 900 টি। এর মধ্যে বাস চালক পদ রয়েছে 450 টি। বাস কন্ডাক্টর পদ রয়েছে 450 টি।
বয়স :- যে সকল প্রার্থী বাস চালক ও বাস কন্ডাক্টর পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়সসীমা হতে হবে 18 বছরের বেশি।
যোগ্যতার শর্তাবলী :- যে সকল প্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া পরিচয় পত্র যেমন আঁধার কার্ড ও ভোটার কার্ড থাকতে হবে। এছাড়া প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যিক। এবং বাস চালানো জানতে হবে।
আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা রাজ্য পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটৈ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনকারীর সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে । এই পদের জন্য আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি তবে শ্রীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :-
১. আঁধার কার্ড ও ভোটার কার্ড।
2. জন্ম সাটিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড।
3. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।
4. ড্রাইভিং লাইসেন্স।
5. রঙিন পাসপোর্ট ছবি।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচে দেওয়া অফিসিয়াল website চেক করে নিন।
OFFICIAL WEBSITE: CLICK HERE