পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আরও একটি নতুন নিয়োগের সুখবর। এবারে রাজ্যের স্বাস্থ্য ও পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। সম্প্রতি এই মর্মে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবহন দপ্তরের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে গ্ৰুপ ডি লেভেলের পদে কর্মী নেওয়া হবে। ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাতে নারী পুরুষ উভয়েই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন করার আগে এই প্রতিবেদনের শেষ পর্যন্ত পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন। নীচে এই নিয়োগের বিষয়ে সবিস্তারে বর্ণনা করা হলো।
নিয়োগকারী সংস্থার নাম:-
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবহন দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শূন্যপদ গুলির নাম:-
রাজ্য স্বাস্থ্য ও পরিবহন দপ্তরের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যে যে শূন্যপদ গুলিতে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নেওয়া হবে সেগুলি হল-
১) ড্রাইভার
২) ব্লাড ট্রান্সফিউশন ভ্যান অ্যাটেনডেন্ট
নির্ধারিত বয়সসীমা:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী OBC ক্যাটাগরির প্রার্থীরা ৩ বছর এবং SC, ST প্রার্থীরা ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:-
রাজ্য স্বাস্থ্য ও পরিবহন দপ্তরের অধীনে উক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। তার পাশাপাশি চাকরিপ্রার্থীদের হালকা যানবাহন ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনের পরিমাণ:-
এখানে ড্রাইভার পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। অন্যদিকে ব্লাড ট্রান্সফিউশন ভ্যান অ্যাটেনডেন্ট পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
এখানে উক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে কারন এক্ষেত্রে অনলাইন আবেদনের কোনো রূপ ব্যবস্থা নেই। এক্ষেত্রে আবেদন করতে হলে সবার আগে রাজ্য স্বাস্থ্য পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অথবা সরাসরি এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে এবং সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর সেখানে যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি পূরণ করতে হবে এবং ফটো লাগানোর জায়গায় এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে ও সিগনেচার এর জায়গায় সিগনেচার করে দিতে হবে। এরপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে। সবশেষে এই আবেদন পত্র ও সকল প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি গুলি একসাথে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানাতে স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় নথিপত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে যে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) এইট পাশ মার্কসিট ও সার্টিফিকেট।
২) আধার কার্ড ও ভোটার কার্ড।
৩) জন্মের প্রমানপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট।
৪) বৈধ ড্রাইভিং লাইসেন্স।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
৬) রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো।
৭) আবেদনকারীর নিজের সিগনেচার।
নিয়োগ পদ্ধতি:-
এক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউতে যারা সফল হবেন তাদেরকে পরবর্তীতে অন্যান্য টেস্টেও নেওয়া হবে।
আবেদনের সময়সীমা:-
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবহন দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৭/১২/২০২৪ পর্যন্ত।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের পূরণ করা আবেদন পত্র নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানাতে পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-
Swasthya Parivahan Bhawan,
S.H.T.O, 142, AJC Bose Road,
Kolkata – 700014.
OFFICIAL NOTICE- DOWNLOAD
OFFICIAL WEBSITE- CLICK HERE