চাকরির প্রার্থীদের জন্য পুনরায় একটি চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যে মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়বেন।
পদের নাম :- Librarian এবং Compounder Cum Dresser .
শূন্য পদ :- Librarian পদের জন্য শূন্য পদ – 1 টি ও Compounder Cum Dresser পদের জন্য শূন্য পদ -1 টি।
বয়স :- যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 65 বছরের মধ্যে। আর বয়সের হিসেব ধরা হবে 28/02/2025 তারিখ অনুযায়ী।
বেতন :- যে সকল প্রার্থী Librarian পদে চাকরি করবে তাদের প্রতি মাসে 12000 টাকা বেতন দেওয়া হবে। আর Compounder Cum Dresser পদে 10000 টাকা বেতন দেওয়া হবে।
আবেদনের শর্তাবলী :- যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের বা সরকারি প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত হতে হবে।
আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের আগে থেকে কোনরকম আবেদন প্রক্রিয়া করতে হবে না সরাসরি ইন্টারভিউ এর দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলেই হবে সেখানে ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর ঠিকানা :- Calcutta Homeopathic Medical College & Hospital , 265-266 , Acharya Prafulla Chandra Road , Kolkata – 700009.
ইন্টারভিউ এর তারিখ :- যে সকল প্রার্থী এর পদের জন্য ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা উপরে দেওয়া স্থানে 11/03/2025 তারিখ দুপুর 1 টার মধ্যে পৌঁছে যাবেন।
নতুন নতুন আপডেটের জন্য আপনারা আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রতিদিন চাকরির খবরের আপডেট পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।
অফিসিয়াল নোটিশ | ডাউনলোড |
অফিসিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
লক্ষী ভান্ডার এখন অতীত, নতুন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা পাবেন 2500 করে টাকা। আজকে হাজির…
কেন্দ্র সরকারের তরফে মহিলাদের প্রতি মাসের 7000 করে টাকা দেওয়ার পরিকল্পনা শুরু করা হয়েছে নতুন…
চাকরির প্রার্থীদের জন্য পুনরায় একটি চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। সম্প্রতি EPFO এর তরফে…
বঙ্গ চাকরিপ্রার্থীদের জন্য আবারো নতুন করে বিশাল বড় একটি চাকরির আপডেট। চাকরি প্রার্থীদের জন্য পুনরায়…
আপনি কি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য খোঁজ খবর করছেন তাহলে পুনরায় একটি সুখবর নিয়ে…
সুখবর সুখবর সুখবর! পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বিশাল বড় সুখবর। যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে…