চাকরির প্রার্থীদের জন্য পুনরায় একটি চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। সম্প্রতি EPFO এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়বেন দেখবেন। নীচে পদ সম্বন্ধে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে।
পদের নাম :- Deputy Director (Vigilance) এবং Assistant Director (Vigilance).
শূন্য পদ :- Deputy Director (Vigilance) পদের জন্য শূন্য পদ রয়েছে 7 টি এবং Assistant Director (Vigilance) পদের জন্য শূন্য পদ রয়েছে 18 টি।
বেতন :- যে সকল প্রার্থী Deputy Director (Vigilance) এবং Assistant Director (Vigilance) পদে চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন স্কেল ১১ অনুযায়ী প্রতি মাসে 15600-39100 টাকা পর্যন্ত দেওয়া হবে।
পোস্টিং স্থান :- Deputy Director (Vigilance) এবং Assistant Director (Vigilance) এর পোস্টিং দেওয়া হবে বেঙ্গালুরু , হায়দ্রাবাদ , কলকাতা , মুম্বাই, আহমেদাবাদ , চন্ডিগড় এবং নিউ দিল্লি ইত্যাদি জায়গায়।
আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের EPFO এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি A4 পেজে ডাউনলোড করে নিতে হবে। তারপর আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। তারপর আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে এক সাথে অ্যাটাজ করে নীচে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :– আবেদন পত্রটি ডাক বিভাগ বা নিজে গিয়ে জমা দিতে হবে এই ঠিকানায় – Sh. Deepak Arya , Regional Provident Fund Commissioner-II ( Recruitment / Exam Division) Plate A , Ground floor , Block II , East Kidwai Nagar, New Delhi – 110023
নির্বাচন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে এবং আগে কাজের অভিজ্ঞতা আছে কিনা তার ওপর ভিত্তি করে ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদনের শেষ তারিখ :- এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 28 শে ফেব্রুয়ারি এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী 45 দিন পর্যন্ত।
নতুন নতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চাকরির খবর সবার আগে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।
OFFICIAL NOTICE | ডাউনলোড |
অফিসিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
লক্ষী ভান্ডার এখন অতীত, নতুন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা পাবেন 2500 করে টাকা। আজকে হাজির…
কেন্দ্র সরকারের তরফে মহিলাদের প্রতি মাসের 7000 করে টাকা দেওয়ার পরিকল্পনা শুরু করা হয়েছে নতুন…
বঙ্গ চাকরিপ্রার্থীদের জন্য আবারো নতুন করে বিশাল বড় একটি চাকরির আপডেট। চাকরি প্রার্থীদের জন্য পুনরায়…
চাকরির প্রার্থীদের জন্য পুনরায় একটি চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যে…
আপনি কি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য খোঁজ খবর করছেন তাহলে পুনরায় একটি সুখবর নিয়ে…
সুখবর সুখবর সুখবর! পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বিশাল বড় সুখবর। যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে…