রাজ্যে ১ লক্ষ বেকারের চাকরির সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল নবান্ন, বিস্তারিত জেনে নিন | WB 1 Lakh Job Recruitment

রাজ্যে ১ লক্ষ বেকারের চাকরির সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল নবান্ন, বিস্তারিত জেনে নিন | WB 1 Lakh Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য বিশাল বড়ো সুখবর। অতি দ্রুত আমাদের রাজ্যে ১ লক্ষ কর্মসংস্থান গড়ে উঠতে চলেছে। রাজ্য জুড়ে দিনে দিনে ক্রমশ বেড়ে চলা বেকারত্ব হ্রাস করতেই এই উদ্যোগ নিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্যোগের ফলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ১ লক্ষ বেকার যুবক যুবতীরা চাকরি পাবেন। এখানে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চশিক্ষা গত যোগ্যতা পর্যন্ত সকল প্রকার শিক্ষাগত যোগ্যতাতে কর্মী নেওয়া হবে। শুধু তাই নয় যে সকল চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতার অভাব রয়েছে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যাবস্থা করে দেওয়া হবে। নীচে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

আমরা সকলেই জানি যে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হল দেউচা পাঁচামি কয়লা খনি। গত ২০/১২/২০২৪ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে একটি গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছিল। সারা পশ্চিমবঙ্গ জুড়ে অসংখ্য বেসরকারি সংস্থা এই টেন্ডারটি পাওয়ার জন্য আবেদন পত্র জমা করেছিল। যে সকল সংস্থা গুলি আবেদন পত্র জমা করেছিল তাদেরকে আগামী ৩/০২/২০২৫ তারিখের মধ্যে বাজেট পেপার পেশ করার নির্দেশ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প আমাদের রাজ্যের বেসরকারি শিল্প প্রতিষ্ঠান গুলিতে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। ফলে এই প্রকল্পের আওতায় প্রায় ৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৩৪০০ একর জমি জুড়ে আপাতত দেউচা পাঁচামি প্রকল্পটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ বেকার চাকরী প্রার্থীরা নিজেদের কর্মসংস্থানের দিশা খুঁজে পাবেন বলে মনে করা হচ্ছে।

আমাদের রাজ্যে চাকরির অভাব রয়েছে তাই চাকরির সন্ধানে আমাদের রাজ্যের বেকার চাকরী প্রার্থীরা অন্য রাজ্যে চাকরির সন্ধানে পাড়ি দিচ্ছে। তাই বিভিন্ন ধরনের নতুনত্ব প্রকল্পের সূচনা করে পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যের শিল্পোন্নয়নের পাশাপাশি বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাইছে। সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগেই এই প্রকল্প চালু করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার।

আগামী ফেব্রুয়ারি মাসেই আমাদের রাজ্যে অনুষ্ঠিত হবে বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন। এই সম্মেলনেই পশ্চিমবঙ্গের বেসরকারি সংস্থা গুলিকে দেউচা পাঁচামি প্রকল্পের আওতায় অর্থ বিনিয়োগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৩৪০০ একর জমি জুড়ে আপাতত দেউচা পাঁচামি প্রকল্পটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে বিরোধী পক্ষের মতে এই প্রকল্পটি শুরু করার জন্য রাজ্য সরকার একসাথে জমি অধিগ্রহণ করার জায়গায় নিজের ইচ্ছে অনুযায়ী জমি অধিগ্রহণ করছে। এই নিয়ে চরম ঝামেলার সৃষ্টি হচ্ছে।

সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে যত শীঘ্র সম্ভব এই সমস্যার নিস্পত্তি ঘটানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থ মহাশয়কে স্বয়ং বীরভূমে গিয়ে এই দেউচা পাঁচামি প্রকল্প কার্যকরী করার জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অতি দ্রুতই সকল প্রকার সমস্যা কাটিয়ে উঠে এই প্রকল্প কার্যকর হতে চলেছে।

দেউচা পাঁচামি প্রকল্পটি কার্যকর হলে আমাদের রাজ্যে কোনো একটি নির্দিষ্ট সুবিধা নয় বরং একাধিক ধরনের সুবিধা পাওয়া যাবে। একদিকে যেমন কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করে সেই কয়লা থেকে তাপবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে। অন্যদিকে তেমনি রাজ্যে বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে। তবে দেউচা পাঁচামি প্রকল্পের শুরুতেই সবার আগে দেউচা পাঁচামি নামক কয়লা খনি থেকে ডিনামাইট বিস্ফোরনের মাধ্যমে মোটা পাথরের লেয়ার কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরেই ওই কয়লাখনি থেকে কয়লা উত্তোলন করা সম্ভব হবে। পাথর সরানোর কাজ যত শীঘ্র সম্পন্ন হবে তত তাড়াতাড়ি কয়লা উত্তোলনের কাজ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: CLICK HERE 

Join Telegram Channel: CLICK HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *