দিনের পর দিন বেড়েই যাচ্ছে বিদ্যুৎ বিলের পরিমাণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ। এবার কেন্দ্র সরকার নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন সেখানে বিদ্যুৎ বিলে আপনার অনেক টাকা সাশ্রয় হবে সঙ্গে আপনি এখান থেকে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। গোটা দেশজুড়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নতুন একটি প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিল সাশ্রয় ও উপার্জনের দারুন একটি সুযোগ নিয়ে এসেছেন। একাধিক গ্রাহক এর মাধ্যমে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। আপনি যদি এখনো কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্প সম্বন্ধে জেনে না থাকেন এবং বিদ্যুৎ বিল দিতে দিতে আপনার পরিস্থিতি শোচনীয় হয়ে পড়ে তাহলে এই খবরটি আপনার জেনে নেওয়া দরকার। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
বিগত বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি নতুন একটি প্রকল্পের সূচনা করেছিলেন যার নাম হল ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর:মুফত বিজলি যোজনা’ । এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল বিদ্যুৎ বিলের খরচ কমানো ও সৌরশক্তি ব্যবহার করে প্রাকৃতিক বিদ্যুৎ ব্যবহারের উপর জোর দেওয়া। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এই প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং এক বছর হতে না হতেই 2025 সালের মার্চ মাসের মধ্যে এই প্রকল্পটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছেন যেখানে প্রায় ১০ লক্ষ পরিবার এই সুবিধা উপভোগ করছেন। কেন্দ্র সরকারের এই বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার প্রকল্পের প্রায় প্রত্যেক পরিবারের ১৮ হাজার টাক করে সাশ্রয় হয়েছে।
আপনি যদি কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কেন্দ্রীয় সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ https://pmsuryaghar.gov.in/ওয়েবসাইটে গিয়ে আপনার যাবতীয় সমস্ত তথ্য ভালো ভাবে দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। আপনি উপযুক্ত হলে এই প্রকল্পের শোলার সিস্টেমের মাধ্যমে বাড়ি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। আপনি যদি এই প্রকল্পে আবেদন করেন তাহলে আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ি টালির ওপর যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানে বসানোর জন্য সরকারের পক্ষ থেকে আপনাকে ভর্তুকে টাকা দেওয়া হবে। আপনার বাড়িতে কতটা বিদ্যুতের প্রয়োজন প্রতিদিন তার উপর ভর্তুকের টাকা দেওয়া হবে।
ইতিমধ্যে জানা গিয়েছে আপনি যদি ১ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে আপনাকে ৩০০০০ টাকা ভর্তুকে দেওয়া হবে এবং আপনি যদি 2 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে আপনাকে ৬০ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে এবং আপনি যদি তিন কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে আপনাকে ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। এছাড়াও এক কিলোওয়াট সোলার প্যানেল বসানোর জন্য খরচ পড়বে 90 হাজার টাকায় এবং সর্বোচ্চ তিন কিলোওয়াট সোলার প্যানেল বসানোর জন্য খরচ পড়বে দু লক্ষ টাকা। এই টাকা আপনারা সরকারের কাছ থেকে লোনের মাধ্যমে বা ভর্তুকের মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়াও আপনি এই সোলার প্যানেল বসিয়ে পার্শ্ববর্তী কোন বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে এখান থেকে উপার্জন করতে পারবেন।
কেন্দ্র সরকারের এই প্রকল্পে আপনি যদি আগ্রহী হন তাহলে অবশ্যই তড়িঘড়ি যোগাযোগ করতে পারেন।