আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? এয়ার পোর্টে চাকরি করার স্বপ্ন দেখছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি বিশেষ করে আপনার জন্য। এয়ার পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সম্প্রতি এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতাতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু প্রতিবেশি রাজ্য যেমন বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড় থেকে বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনারা যারা এয়ার পোর্টে চাকরি করতে আগ্রহী তাদের কাছে এটি একটি সুবর্ন সুযোগ। আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নীচে এই প্রতিবেদনের বিষয়ে বিশদে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
নিয়োগের স্থান:-
এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নেওয়া হবে।
বয়সসীমা:-
এখানে যে সকল চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন করবেন তাদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের কিছুটা ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
কলকাতা এয়ারপোর্টের অধীনে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৩১,০০০ টাকা থেকে ৯২,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেইসঙ্গে মেকানিকাল, অটোমোবাইল বা ফায়ার বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকতে হবে। এছাড়াও একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আবেদন করার নিয়মাবলী:-
কলকাতা এয়ারপোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর প্রথমেই সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী সঠিক তথ্য বসিয়ে ফর্মটি পূরণ করে সেইসঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই আবেদন হয়ে যাবে।
নির্বাচন পদ্ধতি:-
এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি কম্পিউটার বেসড টেস্টের জন্য ডাকা হবে। এই টেস্টে যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ডকুমেন্টস ভেরিফিকেশন ও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে। এই দুটি ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে এতে যাদের নাম থাকবে তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
আবেদন মূল্য:-
এক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে GEN, OBC ও EWS ক্যাটাগরির প্রার্থীদের ১,০০০ টাকা করে জমা দিতে হবে। তবে SC, ST, PwBD ও মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
আবেদনের সময়সীমা:-
এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে খুব শীঘ্রই অর্থাৎ ৩১/১২/২০২৪ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়া চলবে আগামী ২৮/০১/২০২৪ পর্যন্ত। আপনারা যারা আবেদন করতে আগ্রহী ও যোগ্য তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন।
OFFICIAL NOTICE- CLICK HERE
OFFICIAL WEBSITE- CLICK HERE