পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা। রাজ্যে খাদ্য সুরক্ষা দপ্তর (FSSAI) এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের অধীনে একটা ভালো চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হলেই এবং উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার অধিকারী হয়ে থাকলেই নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনের পরিমাণ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) এর পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থার অধীনে ইন্টার্নশিপ পদে কর্মী নেওয়া হবে।
নির্ধারিত বয়সসীমা:-
এখানে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। তবে সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ নির্ধারিত বয়সসীমা কত তা সঠিকভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
বেতনের পরিমাণ:-
FSSAI এর অধীনে ইন্টার্নশিপ পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:-
এখানে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে-
১) সবার আগে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.fssai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) তারপর সেখানে নিজের বৈধ মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে যে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দেওয়া হবে তা দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে।
৪) সেই ফর্মের নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
৫) তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস অফিসিয়াল নোটিফিকেশনে যে সাইজ উল্লেখ করা হয়েছে সেই সাইজ অনুযায়ী স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
৬) সবশেষে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে যত্ন করে রেখে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র হিসেবে গ্ৰ্যাজুয়েশন পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
২) পরিচয় পত্র হিসেবে আধার কার্ড।
৩) কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) আবেদনকারীর নিজের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো।
৬) আবেদনকারীর নিজের সিগনেচার।
শিক্ষাগত যোগ্যতা:-
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) এর অধীনে ইন্টার্নশিপ পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে পদ সম্পর্কিত বেশ কিছু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিস্তারিত আরো অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিতে পারবেন।
নিয়োগ পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
আবেদন শুরু ও শেষের তারিখ:-
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ৪ ঠা ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২৪ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
OFFICIAL NOTICE- CLICK HERE
OFFICIAL WEBSITE- CLICK HERE