পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের একটি নতুন নিয়োগের সুখবর। আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেশ কিছু বছর আগেই এ রাজ্যের দুঃস্থ পরিবারের বিবাহ যোগ্যা কন্যাদের বিবাহের খরচ জোগাতে সাহায্য করার উদ্দেশ্যে রূপশ্রী নামক প্রকল্পের সূচনা করা হয়েছিল। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে এই প্রকল্প চালু রয়েছে। পশ্চিমবঙ্গে এমন বহু পরিবার রয়েছে যারা এই প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন। এবারে এই রূপশ্রী প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ হতে চলেছে। সম্প্রতি এই মর্মে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হলেই নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন শূন্যপদে নিয়োগ করা হবে? আবেদনের ক্ষেত্রে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? কিভাবে আবেদন করতে হবে? কিভাবে নিয়োগ করা হবে? কতদিনের মধ্যে আবেদন করতে হবে? নীচে এই প্রশ্ন গুলির যথাযথ উত্তর আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এর পক্ষ থেকে রাজ্যের DM অফিসে অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ করা হয়েছে।
নির্ধারিত বয়সসীমা:-
DM অফিসে রূপশ্রী প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০১/২০২৪ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে।
বেতনের পরিমাণ:-
সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
রূপশ্রী প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিভাগে যে কোনো বিষয়ে অনার্স সহ গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটারের নলেজ থাকতে হবে। MS office এর অন্তর্ভুক্ত প্রতিটি অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কাজ করার দক্ষতা থাকতে হবে। শুধু তাই নয় Spreadsheet, Tally and Presentation প্যাকেজের উপর কাজ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত পক্ষে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি:-
উক্ত পদে চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। কারন এখানে অনলাইন আবেদনের কোনো রূপ ব্যবস্থা নেই। অফলাইনের মাধ্যমে আবেদন জানানোর ক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে –
১) সবার প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
২) তারপর নোটিফিকেশন টি ডাউনলোড হলে সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রের একটি প্রিন্ট আউট সাদা A4 সাইজ পেপারে বের করে নিতে হবে।
৩) তারপর সেই ফর্মের যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
৪) তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
৫) সবশেষে এই সবকিছু একসাথে একটি মুখবন্ধ খামে ভরে খামের মুখ ভালোভাবে বন্ধ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানাতে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে বা নিজে গিয়ে ড্রপ বক্সে জমা করে আসতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) পরিচয় পত্রের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট (যাদের আছে)।
৫) রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে একটি ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ৪০ নম্বরের কম্পিউটার স্কিল টেস্ট ও ১০ নম্বরের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:-
DM অফিসে রূপশ্রী প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে এবং তা চলবে আগামী ৩১ শে জানুয়ারি ২০২৫ বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
আবেদনকারী প্রার্থীদের পূরন করা আবেদন পত্র নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানাতে পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-
AT DPMU, Rupashree Section,
2nd Floor District Magistrate Office,
Jalpaiguri.
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
লক্ষী ভান্ডার এখন অতীত, নতুন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা পাবেন 2500 করে টাকা। আজকে হাজির…
কেন্দ্র সরকারের তরফে মহিলাদের প্রতি মাসের 7000 করে টাকা দেওয়ার পরিকল্পনা শুরু করা হয়েছে নতুন…
চাকরির প্রার্থীদের জন্য পুনরায় একটি চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। সম্প্রতি EPFO এর তরফে…
বঙ্গ চাকরিপ্রার্থীদের জন্য আবারো নতুন করে বিশাল বড় একটি চাকরির আপডেট। চাকরি প্রার্থীদের জন্য পুনরায়…
চাকরির প্রার্থীদের জন্য পুনরায় একটি চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যে…
আপনি কি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য খোঁজ খবর করছেন তাহলে পুনরায় একটি সুখবর নিয়ে…