প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ইন্টারভিউয়ের মাধ্যমে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ |Direct Interview Group C Group D Job Recruitment
বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটিতে নতুন নিয়োগের আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নামসই যোগ্যতা থেকে শুরু করে অষ্টম শ্রেণী পাস পর্যন্ত আবার তার চেয়েও বেশি শিক্ষাগত যোগ্যতাতে বিভিন্ন ধরনের শূন্যপদে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি ক্যাটাগরির কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হলেই ২৩ টি জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মীদের নির্বাচন করে চাকরিতে নিয়োগ করা হবে।
সব মিলিয়ে এটাই বোঝা যাচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই চাকরি পাওয়া যাবে। সুতরাং সহজেই চাকরি পাওয়ার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর আবেদনের পূর্বে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় তথ্য যেমন কোন কোন পদে নিয়োগ করা হবে? কোন পদের ক্ষেত্রে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে? কিভাবে আবেদন করতে হবে? কতদিনের মধ্যে আবেদন করতে হবে? এইসব বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:-
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS) এর পক্ষ থেকে ওই সংস্থার অধীনেই একাধিক ধরনের গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শূন্যপদ গুলির নাম:-
এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS) এর অধীনে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেগুলি হল-
ফিমেল অ্যাটেনডেন্ট, সাফাই ওয়ালা, পিওন, ড্রাইভার, চৌকিদার, ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, মেডিক্যাল অফিসার, ডেন্টাল অফিসার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপিস্ট, IT নেটওয়ার্ক টেকনিশিয়ান সহ আরও অনেক।
বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
উপরিউক্ত প্রতিটি শূন্যপদের ক্ষেত্রেই চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর বা তার উপরে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে নিযুক্ত কর্মীদের পদ বিশেষে প্রতি মাসে ১৬,৮০০ টাকা থেকে শুরু করে ১,০০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে পদ বিশেষে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোনো পদের ক্ষেত্রে নামসই যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। আবার কোনো পদের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে আবেদন করা যাবে। আবার কোনো কোনো পদের ক্ষেত্রে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোন পদে আবেদনের ক্ষেত্রে ঠিক কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
আবেদন পদ্ধতি:-
এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS) এর পক্ষ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলির মধ্যে যে কোনো একটিতে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে –
১) সবার আগে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) এরপর সেই নোটিফিকেশন এর মধ্যে যে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে সাদা A4 সাইজ পেপারে।
৩) এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি পূরণ করে নিতে হবে এবং ফর্মের মধ্যে ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে।
৪) এরপর একে একে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট সহ বাকি সকল প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
৫) সবশেষে এই সবকিছু একসাথে একটি মুখবন্ধ খামে ভরে খামের ওপর নির্দিষ্ট স্থানের ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে বা নিজ হাতে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস এর সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হল-
১) অষ্টম শ্রেণী পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
২) মাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
৩) উচ্চমাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
৪) গ্ৰ্যাজুয়েশন পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
৫) ডিপ্লোমা কোর্সের মার্কসীট ও সার্টিফিকেট।
৬) আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড।
৭) মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।
৮) এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
৯) রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
নিয়োগ পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
এক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৩/০২/২০২৫ পর্যন্ত। তাই আপনারা যারা আবেদন করতে চান তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন নয়তো সময়সীমা পেরিয়ে যাওয়ার পর প্রেরন করা আবেদন পত্র গ্ৰাহ্য হবে না।
ইন্টারভিউয়ের তারিখ:-
এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS) এর অধীনে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যোগ্য কর্মী নির্বাচনের জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে।