আমাদের সকলের জীবনেই বৃদ্ধ বয়সের জন্য একটা সুনিশ্চিত অর্থ সংস্থান থাকাটা অত্যন্ত জরুরি। যারা সরকারি চাকরি করেন তাদের পক্ষেও চাকরি জীবনে সংসার চালিয়ে খুব একটা বেশি পরিমাণে টাকা জমানো সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে বৃদ্ধ বয়সে ভরসা বলতে কেবলমাত্র পেনশনের টাকা টুকুই থাকে। এক্ষেত্রে আপনাকে অবিশ্বাস্য রকমের লাভ দিতে পারে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। পোস্ট অফিসের এমন বহু লাভজনক স্কিম রয়েছে যেখানে প্রত্যেক মাসে খুব সামান্য পরিমাণ অর্থ জমা রেখে মাসে মাসে মোটা অংকের টাকা সুদ পাওয়া যায়। পোস্ট অফিসের এমনি একটি জনপ্রিয় স্কিমের নাম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। যেখানে ১ হাজার টাকা বিনিয়োগ করলে তার বিনিময়ে আপনি প্রতি মাসে ২০ হাজার টাকা করে পেনশন পাবেন।
নীচে ডাক বিভাগের এই সিনিয়র সিটিজেন স্কিমের বিষয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য বিশদে আলোচনা করা হল। আপনারা যারা এই স্কিমের আওতায় পেনশন এর সুবিধা লাভ করতে চান তারা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কি?
কেন্দ্রীয় সরকার অধীনস্থ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে আমাদের দেশের প্রবীণ ও অবসরপ্রাপ্ত ব্যাক্তিদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম চালু করা হয়েছে। পোস্ট অফিসের এই জনপ্রিয় স্কিমে মাত্র ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করলে প্রতি মাসে ২০,০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে। ফলে বৃদ্ধ বয়সে যখন আপনার আর পরিশ্রম করে উপার্জন করার মতো শারিরীক পরিস্থিতি থাকবে না তখন আপনাকে টাকার জন্য চিন্তা করতে হবে না বা অন্য কারোর উপরে নির্ভর করতে হবে না।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুবিধা গুলি কি কি?
ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে চালু করা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মাধ্যমে যে যে সুবিধা গুলি পাওয়া যাবে সেগুলি হল-
১) এই স্কিমের আওতায় ৬০ বছর বয়সের পর প্রতি মাসে মাসে পেনশন দেওয়া হয়।
২) এই স্কিমের আওতায় আপনি যে পরিমাণ অর্থ জমা রাখবেন তার উপরে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাবেন।
৩) সিনিয়র সিটিজেন স্কিমের আওতায় আপনি সর্বাধিক ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।
৪) এই প্রকল্পের আওতায় আপনি সর্বাধিক ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে পারবেন। এরপর যদি আপনি চান তাহলে ৫ বছর পূর্ন হয়ে যাওয়ার পর অর্থাৎ মেয়াদ শেষে সেই টাকা তুলে আবার পুনরায় পরবর্তী ৫ বছরের জন্য জমা রাখতে পারবেন।
৫) ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট ৮০ সি ধারা অনুযায়ী এই স্কিমের আওতায় বিনিয়োগ করা অর্থের উপর বিশেষ ছাড় দেওয়া হয়।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের আওতায় আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে?
সিনিয়র সিটিজেন স্কিমের আওতায় অর্থ বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকা আবশ্যিক। যেমন-
১) বিনিয়োগকারীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
২) বিনিয়োগকারীর বয়স অতি অবশ্যই ৬০ বছরের উপরে হতে হবে।
৩) বিনিয়োগকারীর নিজস্ব পরিচয় পত্রের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি থাকাটা অত্যন্ত জরুরি।
৪) রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার অধীনস্থ সকল দপ্তরে কর্মরত ব্যাক্তিরা এই স্কিমের আওতায় অর্থ বিনিয়োগ করতে পারবেন।
৫) এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীরা এই স্কিমের আওতায় অর্থ বিনিয়োগ করতে পারবেন।
কিভাবে আবেদন করতে হবে?
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের আওতায় অর্থ বিনিয়োগ করার জন্য ও এই স্কিম সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা লাভ করার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেই ফর্মের নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সবকিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
এছাড়াও এই স্কিমের আওতায় আপনি অফলাইনের মাধ্যমেও আবেদন জানাতে পারেন। আপনি যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের আওতায় অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আর দেরি না করে যত শীঘ্র সম্ভব আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যান সেখানে গিয়ে এই স্কিমের বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন। তারপর সেখানেই যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে এই স্কিমের আওতায় আবেদন করুন।
আরও পড়ুন: CLICK HERE
লক্ষী ভান্ডার এখন অতীত, নতুন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা পাবেন 2500 করে টাকা। আজকে হাজির…
কেন্দ্র সরকারের তরফে মহিলাদের প্রতি মাসের 7000 করে টাকা দেওয়ার পরিকল্পনা শুরু করা হয়েছে নতুন…
চাকরির প্রার্থীদের জন্য পুনরায় একটি চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। সম্প্রতি EPFO এর তরফে…
বঙ্গ চাকরিপ্রার্থীদের জন্য আবারো নতুন করে বিশাল বড় একটি চাকরির আপডেট। চাকরি প্রার্থীদের জন্য পুনরায়…
চাকরির প্রার্থীদের জন্য পুনরায় একটি চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যে…
আপনি কি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য খোঁজ খবর করছেন তাহলে পুনরায় একটি সুখবর নিয়ে…