বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের সুখবর। রাজ্যে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একাধিক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে উপরিউক্ত বিষয় গুলির সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিন।
শূন্যপদের নাম:-
সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে ক্রেডিট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে।
শূন্যপদের সংখ্যা:-
সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে ক্রেডিট অফিসার পদে মোট ১,০০০ জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা:-
সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বাধিক ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে ক্রেডিট অফিসার পদে নিয়োজিত কর্মীদের প্রতি মাসে ন্যুনতম ৪৮,৪৮০ টাকা থেকে সর্বাধিক ৮৫,৯২০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। মাসিক বেতনের সাথে সাথে সংশ্লিষ্ট শূন্যপদে নিয়োজিত কর্মীদের অন্যান্য সুযোগ সুবিধা গুলিও দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি:-
সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলাপ করতে হবে। সবশেষে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) পরিচয় পত্রের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
৩) প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট (যাদের আছে)।
৫) সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
নিয়োগ পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে যারা চাকরির জন্য আবেদন করবেন তার মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে প্রথমে একটি MCQ টাইপ লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষার জন্য ডাকা হবে। এই দুটি ধাপ যারা অতিক্রম করতে পারবেন তাদেরকে শর্টলিস্ট করে শেষ ধাপের পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই তিনটি ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলছে এবং তা চলবে আগামী ২০ শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। তাই আপনারা যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্ৰহন করতে আগ্রহী তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন। নয়তো সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।
OFFICIAL NOTICE | ডাউনলোড |
OFFICIAL WEBSITE | ভিজিট করুন |