রোজগার মেলার মাধ্যমে ৭১ হাজার যুবক-যুবতীদের নিয়োগ করতে চলেছে মোদি সরকার | Rojgar Mela 71000 Vacancy Job Recruitment

সারা ভারতের বেকার চাকরী প্রার্থীদের জন্য বিশাল বড় সুখবর। আবারো দেশ জুড়ে শুরু হচ্ছে রোজগার মেলা। যার মাধ্যমে মোট ৭১ হাজার বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া হবে। এই চাকরিতে নিয়োগের জয়েনিং লেটার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেকার যুবক যুবতীদের দেবেন। বিগত ২ বছরে এই রোজগার মেলার মাধ্যমে সারা দেশের কয়েক লক্ষ বেকার নিজেদের কর্মসংস্থানের দিশা খুঁজে পেয়েছেন এবং নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন।

আজ থেকে ২ বছর আগে অর্থাৎ ২০২২ সালে এই রোজগার মেলার সূচনা করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম বার আমাদের দেশে রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছিল ২২ শে অক্টোবর ২০২২ তারিখে। ২০২৪ এর রোজগার মেলার মাধ্যমে বেকার যুবক যুবতীদের যে জয়েনিং লেটার দেওয়া হবে তা আগামী সোমবার সকাল সাড়ে ১০ টার সময় প্রধানমন্ত্রী নিজে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেবেন। গতকাল অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী অফিসের পক্ষ থেকে এক অফিসিয়াল নোটিফিকেশন জারি করে এই বিষয়ে জানানো হয়েছে।

ভারতে স্থায়ীভাবে বসবাসকারী রোজগার হীন বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই হল রোজগার মেলার মূখ্য উদ্দেশ্য। যত শীঘ্র সম্ভব দেশের ক্রমবর্ধমান বেকারত্বের হার হ্রাস করতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী। সেই কারনেই এই রোজগার মেলার সূচনা করেছেন তিনি। ২০২৪ এর রোজগার মেলা সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য যে অফিসিয়াল নোটিফিকেশন এর মাধ্যমে জানানো হয়েছে সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে আমাদের দেশের বেকারত্বের হার কমিয়ে দেশ গড়তে সাহায্য করবে এই রোজগার মেলা।

২০২৪ এর এই রোজগার মেলা অনুষ্ঠিত হবে ভারতের ৪৫ টি এলাকাতে। যে সকল বেকার চাকরী প্রার্থীরা সব দিক থেকে যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে এই রোজগার মেলার মাধ্যমে কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে। যে যে দপ্তরে গুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল- ভারতীয় ডাক বিভাগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উচ্চশিক্ষা দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ও কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অধীনে।

আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এক বৈঠকে মন্তব্য প্রকাশ করে জানিয়েছেন যে, ২ বছর হলো ভারতে রোজগার মেলার সূচনা করা হয়েছে। এই ২ বছরে আমাদের দেশের বেকার যুবক যুবতীদের কাছ থেকে রোজগার মেলার বেশ ভালোই সাড়া মিলেছে। তিনি জানিয়েছেন ইতিমধ্যেই আমাদের দেশের কয়েক লক্ষ বেকার যুবক যুবতী এই রোজগার মেলার মাধ্যমে চাকরি পেয়েছেন। চলতি বছর অর্থাৎ ২০২৪ এর রোজগার মেলার আয়োজন ইতিমধ্যেই সারা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে। এবং সেই খবর দেশের প্রতিটি রাজ্যের বিভিন্ন এলাকায় বসবাসকারী বেকার যুবক যুবতীদের মধ্যে ইতিমধ্যে পৌঁছেও গিয়েছে।

আরও পড়ুন: CLICK HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *