লক্ষী ভান্ডার এখন অতীত, নতুন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা পাবেন 2500 করে টাকা | Govt New Scheme 2025

লক্ষী ভান্ডার এখন অতীত, নতুন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা পাবেন 2500 করে টাকা। আজকে হাজির হয়েছি একটি প্রকল্পের খবর নিয়ে। যে প্রকল্পের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন বাড়িতে বসেই প্রত্যেক মাসে 2500 টাকা করে। এই প্রকল্পের মাধ্যমে 15 থেকে 20 লক্ষ মহিলাকে আর্থিক সহায়তা করা হবে। তাহলে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে এই আর্থিক সহায়তা কিভাবে দেওয়া হবে? কারা কারা পাবেন এই আর্থিক সহায়তা চলুন দেখে নেওয়া যাক।

প্রকল্পে আবেদনের শর্তাবলী :-
১. যে সকল মহিলার বয়স 18-60 বছরের মধ্যে তাদের দেওয়া হবে এই টাকা।
2. সেইসব মহিলাদের পারিবারিক আয় হতে হবে 3 লক্ষ টাকার কম ।
3. সেই সকল মহিলাকে কোনরকম সরকারি চাকরির সাথে নিযুক্ত থাকলে হবেনা।
4. যে সকল মহিলা টাকা পেতে ইচ্ছুক তাদের অবশ্যই কমপক্ষে পাঁচ বছরের জন্য দিল্লির বাসিন্দা হতে হবে।
5. আবেদনকারীর আধারের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত থাকতে হবে।
6. এই প্রকল্পটি সেইসব মহিলাদের জন্য যারা সরকারের কাছ থেকে কোনরকম আর্থিক সহায়তা পান না ।

আবেদন প্রক্রিয়া :-
যে সকল মহিলারা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই বলে দেওয়া হবে আবেদন প্রক্রিয়া শুরু হলে। যে সকল মহিলারা আবেদন করবে তাদের নির্বাচন করা হবে তারা যোগ্য কিনা তারপরে এই অনুদান দেওয়া হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :-
যদিও প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা এখনো বের হয়নি তবে অনুমান করা যাচ্ছে যে ডকুমেন্টগুলি দিতে হতে পারে –

1. আধার কার্ড
2. রেশন কার্ড
3. বৈধ ফোন নাম্বার
4. আবাসিক শংসাপত্র
5. আয় শংসাপত্র
6. যে মোবাইল নম্বরটা দেয়া হবে সেটা যেন আধার কার্ডের সাথে লিংক থাকে।

প্রকল্পটি কবে থেকে শুরু হবে :- এখনো প্রকল্পটি শুরু হওয়ার ডেট প্রকাশিত হয়নি। তবে কিছুদিনের মধ্যেই প্রকল্পটি শুরু হতে চলেছে । যে সকল মহিলারা যোগ্য বলে নির্বাচিত হবে তারা প্রতি মাসে 2500 টাকা করে পাবেন।

প্রকল্পটির উদ্দেশ্য :- এই প্রকল্পের মাধ্যমে দিল্লির আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের সাহায্য করাই এই প্রকল্পের উদ্দেশ্য। মহিলাদের প্রতিনিয়ত আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ও আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার জন্য এই প্রকল্পটি। সরকার আশা করেন যে এই প্রকল্পের মাধ্যমে অনেক মহিলা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *