পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশাল বড়ো সুখবর। আগামী কিছুদিনের মধ্যেই তাদের অ্যাকাউন্টে ঢুকবে দ্বিগুণ পরিমাণ টাকা। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি এবার পূরন হতে চলেছে। চলতি বছরের ১ লা এপ্রিলের আগেই এই বিষয়ে সুখবর পাওয়া যাবে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কি জানানো হয়েছে তা বিশদে জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে পশ্চিমবঙ্গে ২০২৫ এর বাজেট পেশ হবে। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে পর্যন্ত তৃণমূল সরকারের তৃতীয় বার জয়লাভের শেষ বাজেট পেশ এটি। তাই এবারের বাজেট পেশ করার সময় রাজ্য সরকার তার অধীনস্থ কর্মীদের আরও একবার কিছুটা হলেও বেতনের পরিমাণ বৃদ্ধি করবে বলে অনেকেই মনে করছেন।
দীর্ঘ কয়েক বছর যাবত বকেয়া DA আদায় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বিবাদ চলছে। হাইকোর্ট পেরিয়ে বর্তমানে এই DA মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। আগামী মার্চ মাসে DA মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন সেই দিনের অপেক্ষাতেই পথ চেয়ে বসে রয়েছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীরা। তারা আশা করছেন যাতে তাদের বেতনের পরিমাণ কিছুটা হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয়। চলুন তাহলে এবারে জেনে নেওয়া যাক যে, কিসের উপর ভিত্তি করে রাজ্য সরকার তার অধীনস্থ কর্মীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
মনে করুন যদি কোনো রাজ্য সরকারি কর্মীর মাসিক বেতনের পরিমাণ ৬০,০০০ টাকা হয় তাহলে সেই অনুযায়ী তার DA অর্থাৎ মহার্ঘ্য ভাতার পরিমাণ হবে ৬,০০০ টাকা এবং HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালোয়েন্সের পরিমাণ হবে ৭,২০০ টাকা। সুতরাং মূল বেতন, মহার্ঘ্য ভাতা ও হাউস রেন্ট অ্যালোয়েন্স মিলিয়ে একজন রাজ্য সরকারি কর্মীর মোট মাসিক বেতনের পরিমাণ দাঁড়ায় ৭৩,২০০ টাকা। আর বার্ষিক বেতনের পরিমাণ দাঁড়ায় ৮ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা। আর সেই জায়গায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোনো কর্মীর মাসিক বেতনের পরিমাণ যদি ৬০,০০০ টাকা হয় তাহলে সেই অনুযায়ী তার DA অর্থাৎ মহার্ঘ্য ভাতার পরিমাণ হবে ৩০,০০০ টাকা এবং HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালোয়েন্সের পরিমাণ হবে ১৬,২০০ টাকা এবং পরিবহন ভাতার পরিমাণ হবে ৪,৮০০ টাকা।
সুতরাং উপরিউক্ত হিসেব অনুযায়ী একজন কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মীর সব মিলিয়ে মোট মাসিক বেতনের পরিমাণ দাঁড়ায় ১ লক্ষ ১১ হাজার টাকা। আর বার্ষিক বেতনের পরিমাণ দাঁড়ায় ১৩ লক্ষ ৩২ হাজার টাকা। ২০২৫ এর বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মাসিক ১২ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা মানুষদের ইনকাম ট্যাক্স মুকুব করার কথা ঘোষণা করেছেন। এই ইনকাম ট্যাক্স মুকুবের সুবিধাটি আগামী ১ লা এপ্রিল থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অধীনস্থ কর্মীরা পাবেন বলে জানানো হয়েছে। কারন রাজ্য সরকারের অধীনে থাকা এমন অনেক কর্মী আছেন যাদের বার্ষিক বেতনের পরিমাণ আজকের দিনে দাঁড়িয়েও ১২ লক্ষ টাকার নীচে।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মীদের অধিকাংশেরই বার্ষিক বেতনের পরিমাণ ১২ লক্ষ টাকার উপরে হওয়াতে স্বাভাবিক ভাবেই তারা এই ইনকাম ট্যাক্স মুকুবের সুবিধাটি পাবেন না। তবে রাজ্য সরকারি কর্মীদের বেতনের পরিমাণ আগামী এপ্রিল মাসের ১ তারিখ থেকে বাড়লে তাদের বার্ষিক বেতনের পরিমাণ ১২ লক্ষ টাকা পেরিয়ে যাবে। তবে রাজ্য সরকার তার অধীনস্থ কর্মীদের বেতনের পরিমাণ এপ্রিল মাস থেকে আদৌ বাড়াবে কিনা বা তা বাড়ালেও কত টাকা বাড়াবে সেটাই এখন দেখার বিষয়।